সংস্থার নাম: জওশন-জামাল ওয়েলফেয়ার এসোসিয়েশন
সংস্থাটি স্থাপিত: ২০২৫ খ্রিঃ
ঠিকানা: বরইবুনিয়া, ডাকঘর: তারাবুনিয়া, ইউনিয়ন: মাটিভাঙ্গা, থানা: নাজিরপুর, জেলা: পিরোজপুর
সংস্থার কার্য এলাকা: প্রাথমিক পর্যায়ে পিরোজপুর জেলা ব্যাপী। পরবর্তীতে নিবন্ধন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে জেলার বাহিরে সম্প্রসারন করা যাইবে।
মূল প্রেরনা: বাংলাদেশের শিক্ষা ও চিকিৎসা খাতে অপেক্ষাকৃত সুবিধাবঞ্চিত এলাকাগুলোতে আর্থিক অনুদান সহায়তা, চিকিৎসা সেবা ও কর্মসংস্থান তৈরীর লক্ষ্যে আর্থসামাজিক ও সেবামূলক কল্যান সাধনই হলো এসোসিয়েশন-এর সৃষ্টির মূল প্রেরনা।
অফিস: প্রধান অফিস ঢাকা। আঞ্চলিক অফিস পিরোজপুর। কার্য পরিচালনার সুবিধার্থে যেকোন জায়গায় একাধিক শাখা অফিস থাকবে।
জওশন জামাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান লক্ষ্য হল অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, বিশেষ করে নারী স্বাস্থ্য ও চিকিৎসা—বিশেষত স্ত্রীরোগ ও প্রসূতিসেবার ক্ষেত্রে সচেতনতা ও সেবা প্রদান। এছাড়াও বেকার যুবকদের জন্য কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা, গ্রামীণ এলাকায় প্রান্তিক মানুষের জন্য অ্যাম্বুলেন্স ও দাফন সেবা প্রদান, এবং অসহায় পরিবারের শিশুদের শিক্ষায় সহায়তার জন্য উপবৃত্তি ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা। টেকসই উদ্যোগ ও সমাজভিত্তিক প্রচেষ্টার মাধ্যমে সংস্থাটি বাংলাদেশের প্রান্তিক মানুষের জীবনে মর্যাদা, সাম্য ও স্থায়ী ইতিবাচক পরিবর্তন আনয়নে প্রতিশ্রুতিবদ্ধ। সংস্থাটি সব ধর্ম, বর্ণ ও রাজনৈতিক মতের মানুষের মধ্যে সম্প্রীতি ও সহযোগিতার ভিত্তি গড়ে তোলার লক্ষ্যেও কাজ করে।
জওশন জামাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্মপরিকল্পনার কেন্দ্রে রয়েছে ন্যায়বিচার, সহমর্মিতা ও সবার জন্য
মর্যাদার প্রতি এক গভীর অঙ্গীকার। আমরা বিশ্বাস করি—পটভূমি বা পরিস্থিতি যাই হোক না কেন—প্রত্যেক মানুষের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সুরক্ষার অধিকার
থাকা উচিত।
আমাদের কার্যক্রম চালিত হয় সহানুভূতি থেকে, পরিচালিত হয় একটি সুদৃঢ় লক্ষ্য দ্বারা, এবং প্রোথিত রয়েছে সমাজের ঐক্য ও শক্তির ভিতরে।
আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে অনগ্রসর জনগোষ্ঠীগুলো উন্নত জীবনযাপন করে—যেখানে শিশুরা শিক্ষিত ও সুস্থভাবে বেড়ে ওঠে, নারীরা হয় ক্ষমতায়িত, আর ন্যায়বিচার হয় সবার জন্য অধিকার, বিশেষ কারো জন্য নয়। আমাদের সংস্থা যুবকদের বেকার সমস্যা দূর করতেও কাজ করে, তাদের কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। আমাদের স্বপ্ন একটি এমন ভবিষ্যৎ, যা গঠিত হবে সাম্য, স্বনির্ভরতা ও সমতার ভিত্তিতে—যেখানে কেউ পিছিয়ে থাকবে না।
চেয়ারম্যান
ভাইস চেয়ারম্যান
সেক্রেটারী
কোষাধ্যক্ষ
সাংগঠনিক সদস্য
সদস্য
সদস্য
জওশন-জামাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারন পরিষদ এ বর্তমানে চৌদ্দ (১৪) জন সদস্য রয়েছেন।
সাধারন পরিষদ এর সদস্য-বৃত্তান্ত দেখার জন্য নিচের লিঙ্ক টা তে ক্লিক করুন।
সদস্য-বৃত্তান্তঃ সাধারন পরিষদ
সংস্থার সকল সাধারণ ও আজীবন সদস্যদের কে নিয়ে সাধারন পরিষদ গঠিত হইবে। সংস্থার সর্বময় কর্তৃত্ব থাকিবে সাধারণ পরিষদের কাছে। সংস্থার মৌলিক আদর্শ ও উদ্দেশ্যে বাস্তবায়নের জন্য কার্যকরী ভূমিকা পালনের নিমিত্তে সাধারণ পরিষদের সদস্যদের ভোটাধিকারের ভিত্তিতে কার্যনির্বাহী পরিষদ নির্বাচিত হইবে। সাধারণ পরিষদ বৎসরের ন্যুনতম একবার বাৎসরিক সভায় মিলিত হইবে, তবে প্রয়োজনবোধে একাধিকবার সভায় উপস্থিত হইতে পারিবে।
কার্যকরী পরিষদ কর্তৃক প্রত্যক্ষ্যভাবে সাধরণ পরিষদ কর্তৃক ২ (দুই) বছরের জন্য নির্বাচিত হইবে। সর্বমোট সাত সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠিত হইবে।
এই পরিষদ সংস্থার উদ্দেশ্যে, লড়্গ্য, সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়নের জন্য সাধারণ পরিষদের নিকট জবাবদিহি করিতে বাদ্য থাকিবে। সংস্থার
আর্থিক তহবিল গঠন, কাম্য জনগোষ্ঠির সার্বিক জীবনের মান উনড়বয়নে পরিকল্পনা গ্রহণ ও বা¯ত্মবায়ন, প্রশাসন, দেশী-বিদেশী, দাতা সাহায্য
সংস্থার সঙ্গে কার্যকলী যোগাযোগ রক্ষা করে দান, অনুদান ও ঋণ গ্রহণ করিতে পারিবেন। তবে নির্বাচিত নির্বাহী পরিষদ জেলার নিবন্ধীকরণ কর্তৃপক্ষ
কর্তৃক অনুমোদিত হইতে হইবে।
মায়া ক্লিনিক পল্লীবাংলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠিত একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র।
এর প্রধান লক্ষ্য নারীরোগ (গাইনকোলজি ও নিউরোলজি) সংক্রান্ত চিকিৎসা সেবা সুলভ ও সহজলভ্য করা। অভিজ্ঞ চিকিৎসক,
আধুনিক প্রযুক্তি ও মানবিক সেবার সমন্বয়ে মায়া ক্লিনিক প্রত্যন্ত অঞ্চলের মানুষকে নির্ভরযোগ্য চিকিৎসা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।
স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিও এর অন্যতম লক্ষ্য।
জওশন-জামাল ওয়েলফেয়ার এসোসিয়েশন পল্লী এলাকার বেকার ও যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ প্রদান করে। এর আওতায় সেলাই, কম্পিউটার, মোবাইল সার্ভিসিং, ইলেকট্রিক ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হয়। আধুনিক প্রশিক্ষণ উপকরণ ও অভিজ্ঞ প্রশিক্ষকদের সহায়তায় অংশগ্রহণকারীদের কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলা হয়। আত্মনির্ভরতা ও টেকসই উন্নয়নই এই কার্যক্রমের মূল লক্ষ্য।
জওশন-জামাল ওয়েলফেয়ার এসোসিয়েশন এর উদ্যোগে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স সেবা চালু রয়েছে। দুর্ঘটনা, প্রসবকালীন জটিলতা বা অন্য যে কোনো জরুরি পরিস্থিতিতে রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ সেবা প্রদান করা হয়। দক্ষ চালক ও জরুরি চিকিৎসা সরঞ্জামসহ প্রস্তুত এ অ্যাম্বুলেন্স ইউনিট সময়মতো সাড়া দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত থাকে। প্রত্যন্ত অঞ্চলে দ্রুত সাড়া দেওয়ার মাধ্যমে জীবন রক্ষাই এই সেবার প্রধান উদ্দেশ্য।
জওশন-জামাল ওয়েলফেয়ার এসোসিয়েশন মানবিক দায়িত্ববোধ থেকে মৃতদেহ দাফনের জন্য একটি সেবামূলক কার্যক্রম পরিচালনা করে। স্বজনহীন, দরিদ্র বা অসহায় মৃত
ব্যক্তিদের সম্মানের সঙ্গে দাফনের ব্যবস্থা করা হয়। কাফনের কাপড়, জানাজা, কবরস্থান পর্যন্ত পরিবহনসহ সম্পূর্ণ প্রক্রিয়া সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা হয়। এই উদ্যোগের
মাধ্যমে সামাজিক বন্ধনকে দৃঢ় করা এবং মর্যাদাপূর্ণ বিদায়ের সুযোগ নিশ্চিত করাই মূল লক্ষ্য।
জওশন-জামাল ওয়েলফেয়ার এসোসিয়েশন বৃদ্ধ ও অসহায় ব্যক্তিদের যত্নে দক্ষ সেবাকর্মী গড়ে তোলার লক্ষ্যে বৃদ্ধাশ্রম সেবা প্রশিক্ষণ কার্যক্রম চালু করেছে।
প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের মানসিক সহায়তা, শারীরিক যত্ন, ওষুধ সেবা ও নৈপুণ্যমূলক ব্যবহারে প্রশিক্ষিত করা হয়। প্রশিক্ষণ শেষে তারা বৃদ্ধাশ্রমে মানবিক ও পেশাদারভাবে
দায়িত্ব পালনে সক্ষম হন। এ উদ্যোগের মূল লক্ষ্য হলো বয়সভিত্তিক যত্নসেবা ব্যবস্থাকে টেকসই ও দক্ষ করে গড়ে তোলা।
জওশন-জামাল ওয়েলফেয়ার এসোসিয়েশন নারীদের ক্ষমতায়ন ও আত্মনির্ভরশীলতা অর্জনের লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, স্বাস্থ্য ও শিক্ষাবিষয়ক সচেতনতা বৃদ্ধি। অংশগ্রহণকারী নারীরা নিজেদের অর্থনৈতিক ও সামাজিক অবস্থান শক্তিশালী করতে সক্ষম হচ্ছেন। নারী উন্নয়নকে পরিবার ও সমাজের টেকসই উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করাই এই পরিকল্পনার মূল উদ্দেশ্য।
জওশন-জামাল ওয়েলফেয়ার এসোসিয়েশন সমাজকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে একটি কার্যকর মাদকাসক্ত পুনর্বাসন প্রকল্প পরিচালনা করছে। এই প্রকল্পের মাধ্যমে মাদকাসক্তদের চিকিৎসা, কাউন্সেলিং ও
পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। অংশগ্রহণকারীদের মানসিক স্বাস্থ্য উন্নয়ন, পেশাগত প্রশিক্ষণ ও সামাজিক পুনর্গঠনের সুযোগ প্রদান করা হয়। প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে একজন মাদকাসক্তকে সুস্থ, কর্মক্ষম
ও আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে সমাজে ফিরিয়ে আনা।
জওশন-জামাল ওয়েলফেয়ার এসোসিয়েশন প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে দক্ষ ও সংগঠিত দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করে। বন্যা, ঘূর্ণিঝড়, অগ্নিকাণ্ডসহ
বিভিন্ন সংকটময় পরিস্থিতিতে ত্রাণ বিতরণ, আশ্রয়, চিকিৎসা ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়। প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের মাধ্যমে দ্রুত সাড়া দেওয়া হয় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে। দুর্যোগে ক্ষয়ক্ষতি কমিয়ে পুনর্বাসন
প্রক্রিয়া সহজ করাই এই কার্যক্রমের মূল লক্ষ্য।
বিজ্ঞপ্তি – ১: এই অংশটি বর্তমানে প্রক্রিয়াধীন আছে।
বিজ্ঞপ্তি – ২: এই অংশটি বর্তমানে প্রক্রিয়াধীন আছে।
বিজ্ঞপ্তি – ৩: এই অংশটি বর্তমানে প্রক্রিয়াধীন আছে।
বিজ্ঞপ্তি – ৪:এই অংশটি বর্তমানে প্রক্রিয়াধীন আছে।
বিজ্ঞপ্তি – ৫: এই অংশটি বর্তমানে প্রক্রিয়াধীন আছে।
বিজ্ঞপ্তি – ৬: এই অংশটি বর্তমানে প্রক্রিয়াধীন আছে।
বিজ্ঞপ্তি – ৭: এই অংশটি বর্তমানে প্রক্রিয়াধীন আছে।
বিজ্ঞপ্তি – ৮: এই অংশটি বর্তমানে প্রক্রিয়াধীন আছে।
বিজ্ঞপ্তি – ৯: এই অংশটি বর্তমানে প্রক্রিয়াধীন আছে।
বিজ্ঞপ্তি – ১০: এই অংশটি বর্তমানে প্রক্রিয়াধীন আছে।
সকল বিজ্ঞপ্তি একসাথে দেখতে এখানে ক্লিক করুন
বরইবুনিয়া
ডাকঘর: তারাবুনিয়া
ইউনিয়ন: মাটিভাঙ্গা
থানা: নাজিরপুর
জেলা: পিরোজপুর
info@jjwa.org
০১২৩৪ ৫৬৭ ৮৯৯
আপনার যেকোনো প্রশ্ন বা পরামর্শ জানাতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনার মতামত আমাদের কার্যক্রমে সহায়তা করবে। আপনার দেওয়া তথ্য আমাদের পরবর্তী পদক্ষেপ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।